মোস্তাফিজের তোপের পরও বড় সংগ্রহ বেঙ্গালুরুর
স্ইপোন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে মাঠে নেমেছে চেন্নাই সুপার কিংস। খেলায় শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৭৩ রান সংগ্রহ করেছে বেঙ্গালুরু।
শনিবার চেন্নাইয়ের মাঠে প্রথম চার ওভারেই ৩৭ রান তুলে উড়তে থাকা বেঙ্গালুরুর বিপক্ষে পঞ্চম ওভারে নিজের প্রথম ওভার করতে আসেন মোস্তাফিজুর রহম। প্রথম বলে কাটার দিয়ে ডট আদায় করার পর দ্বিতীয় বলে মোস্তাফিজকে বাউন্ডারি মারেন ফাফ ডু প্লেসি। কিন্তু পরের বলেই বেঙ্গালুরুর অধিনায়কে দুর্দান্ত এক কাটারে ক্যাচ বানিয়ে প্যাভিলিয়নে ফিরিয়ে দেন।
ঐ ওভারেই মোস্তাফিজ নিজের দ্বিতীয় শিকার করেন ষষ্ঠ বলে। ভালো লেংথের বলে রজত পাতিদারকে উইকেটের পেছনে মহেন্দ্র সিং ধোনির ক্যাচ বানান টাইগার কাটার মাস্টার।
দলকে গুরুত্বপূর্ণ ব্রেক থ্রু এনে দেওয়ার পর মোস্তাফিজকে বোলিং থেকে সরিয়ে নেন চেন্নাই অধিনায়ক রুতুরাজ। এরপর ইনিংসের ১২তম ওভারে আবার ফিরিয়ে আনলে দ্বিতীয় বলেই ফিরিয়ে দেন বিরাট কোহলিকে। চতুর্থ বলে বোল্ড করেন ক্যামেরন গ্রিনকে।
২ ওভারে ৪ উইকেট পেতে মোস্তাফিজ রান দিয়েছেন ৭টি। তবে বাকি দুই ওভারে মোস্তাফিজ আর কোন উইকেট পায়নি। শেষ ওভারে খরচ করেছেন ১৬ রান।