নাইজেরিয়ায় অপহৃত শিশুরা মুক্তি পেয়েছে
নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় কাদুনা রাজ্যের একটি স্কুল থেকে অপহরণ হওয়া দুই শতাধিক শিশু শিক্ষার্থী ও কর্মীকে মুক্তি দিয়েছে বন্দুকধারীরা।রোববার(২৪ মার্চ) রাজ্যের গভর্নরের কার্যালয় শিশুদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেছে।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, গত ৭ মার্চ উত্তর-পশ্চিম কাদুনা রাজ্যের কুরিগা উচ্চ বিদ্যালয় থেকে ১৫০ এর বেশি শিক্ষার্থীকে অপহরণ করে বন্দুকধারীরা। এছাড়া বেশ কয়েকজন শিক্ষক ও স্কুলের কর্মীকেও অপহরণ করে নিয়ে যায় তারা।
রয়টার্সের প্রতিবেদনে বলঅ হয়, গত সপ্তাহে নিখোঁজ শিক্ষার্থী ও কর্মীদের মুক্তির জন্য এক বিলিয়ন নাইরা দাবি করে তারা। এক ডলারের বিনিময়ে সেখানে এক হাজার ৪৪৭ নাইরা পাওয়া যায়। কিন্তু মুক্তিপণ দেওয়ার সময়সীমা পার হওয়ার কয়েকদিন আগেই তাদের ছেড়ে দেওয়া হয়। তবে ছেড়ে দেওয়ার কারণ জানা যিায়নি।
২০২১ সালের পর, কাদুনার এই স্কুলের অপহরণটিই ছিল সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় অপহরণের ঘটনা। এর আগে, ২০১৪ সালে নাইজেরিয়ায় প্রথম অপহরণের ঘটনা ঘটে। ওই সময় উত্তর-পূর্বাঞ্চলীয় বর্নো রাজ্যের চিবোকের একটি বালিকা বিদ্যালয় থেকে অন্তত ২৭৬ ছাত্রীকে অপহরণ করে সশস্ত্র গোষ্ঠী বোকো হারাম। ওই ছাত্রীদের কয়েকজনকে এখনও মুক্তি দেওয়া হয়নি।