আর্কাইভ থেকে বাংলাদেশ

শাহবাগে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল শিক্ষার্থীর

দ্রুতগামী ট্রাকের ধাক্কায় রাজধানীর শাহবাগে শিক্ষা ভবনের সামনে এক শিক্ষার্থী নিহত হয়েছে। নিহতের নাম মো. মোহাইমিনুল ইসলাম সিফাত (২১), সে বিএএফ শাহীন কলেজের শিক্ষার্থী।

গেলো মঙ্গলবার (২৮ জুন) দিবাগত রাত সোয়া ১টার দিকে শাহবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ সময় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে রাত আড়াইটার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে। সেইসঙ্গে বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

এদিকে নিহতের বন্ধু ফুয়াদ জানিয়েছেন, মোটরসেইকেল করে শাহবাগের গনি রোড দিয়ে যাওয়ার সময় শিক্ষা ভবনের সামনে দ্রুতগামী একটি ট্রাক মোহাইমিনুলকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢামেকে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, নিহত মোহাইমিনুল ঢাকা ক্যান্টনমেন্ট সংলগ্ন কচুক্ষেত এলাকার মো. হানিফ খন্দকারের ছেলে।

এসি

এ সম্পর্কিত আরও পড়ুন