ফুটবল

সংবাদ সম্মেলনে ভিনিসিয়াসের কান্না

সংবাদ সম্মেলনে এসে কাঁদছেন ভিনিসিয়াস জুনিয়র। কেবল ফুটবল খেলার ইচ্ছা থাকলেও কেন তাকে শিকার হতে হয় বর্ণবাদী আচরণের! সেই কথা বলতে গিয়ে নিজের চোখের পানি ধরে রাখতে পারলেন না রিয়াল মাদ্রিদের হয়ে খেলা এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। এমনকি বর্ণবাদী আচরণের শিকার হয়ে ফুটবল খেলার ইচ্ছাটাও নাকি দিন দিন কমে যাচ্ছে তার।

গেলো কয়েক বছর ধরেই প্রতিপক্ষ দলের সমর্থকদের বর্ণবাদী আচরণের শিকার হচ্ছেন ভিনিসিয়াস। এর মধ্যে গত মে মাসে ভ্যালেন্সিয়ায় বিপক্ষে ম্যাচে বর্ণবাদী আচরণের শিকার হওয়ার ঘটনাটায় বিশ্বজুড়ে তোলপাড় উঠে।

ভিনিসিয়াসের পাশে দাঁড়াতে ‘ওয়ান স্কিন’ স্লোগানে রিয়াল মাদ্রিদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে স্পেনের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। মঙ্গলবার বাংলাদেশ সময় দিবাগত রাত ২টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি। সেই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসে ভিনিসিয়াসের এমন কান্না।

স্পেনে বিভিন্ন স্টেডিয়ামে বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন বলে কান্না চেপে রাখতে না পারলেও সংবাদ সম্মেলনে শেষ দিকে ভিনি জানিয়েছেন, তিনি স্পেন ছেড়ে অন্য কোনো দেশে গিয়ে ফুটবল খেলবেন না,

'বর্ণবাদীরা যা খুশি করতে পারে। আমি বিশ্বের সেরা ক্লাবেই থাকব, যত বেশি সম্ভব গোল করব, সেটা বর্ণবাদীরা যেন দেখে।'

এদিকে সবশেষে ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে ৬ মাস পর জয়ে ফিরেছে ব্রাজিল। ইউরোপের মাটিতে দ্বিতীয় ম্যাচেও জয়ের লক্ষ্য থাকবে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নদের। অন্যদিকে সবশেষ ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে হেরেছে স্পেন। তাই তাদের লক্ষ্য থাকবে ব্রাজিলকে হারিয়ে ঘুরে দাঁড়ানো।

 

এ সম্পর্কিত আরও পড়ুন