দেশজুড়ে

জুতা কারখানায় ভয়াবহ আগুন

চট্টগ্রামের বায়েজিদে একটি জুতা কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৯ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুনের ঘটনায় এখনো কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

শুক্রবার (২৯ মার্চ) বিকেলে চীনা মালিকানাধীন রংদা ইন্টারন্যশনাল নামের কারখানায় আগুন লাগে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস চট্রগ্রাম বিভাগ।

আগুন লাগা কারখানাটির পাশে আরও বেশ কিছু বড় গার্মেন্টস কারখানা রয়েছে বলে  স্থানীয়রা জানিয়েছেন। শুক্রবার কারখানা বন্ধ থাকায় কারখানাটিতে কোন শ্রমিক ছিল না।

কারখানা কতৃপক্ষ জানায়, এ কারখানায় মূলত জুতার সোল তাঁরা তৈরি করতেন এবং সেগুলো বিভিন্ন দেশে রপ্তানি করতেন। তবে ভবনটি ৫ তলা হলেও, এটির ২য় তলা পর্যন্ত কারখানার কাজে ব্যবহৃত হত। দ্বিতীয় তলার উপরের অংশ এখনো উৎপাদনে আসেনি বলে জানায় কতৃপক্ষ।

ফায়ার সার্ভিস জানায়, দুইতলা থেকে বেশি কালো ধোয়া দেখা যাচ্ছে। তবে ভবনটিতে এই মুহুর্তে কেউ আটকে নেই বলে জানিয়েছেন তাঁরা। ফায়ার সার্ভিস কর্মীরা ৫ তলা ভবনটির দ্বিতীয় তলায় উঠে গিয়ে আগুন নেভানো ও ধোয়া অপসারণের করার কাজ করছেন।

রাবারের মতো দাহ্য পদার্থ থাকায় আগুন নেভাতে সময় লাগতে পরে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

এ সম্পর্কিত আরও পড়ুন