আর্কাইভ থেকে বাংলাদেশ

ভারতের মণিপুরে ভূমিধস, নিহতের সংখ্যা বেড়ে ৮১ জন

ভারতের মণিপুরের নোনি জেলায় বিশাল ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮১ জনে। ধ্বংসস্তূপে এখনো আটকা পড়ে আছেন প্রায় ৫৫ জন। রাজ্যের ইতিহাসে এটি সবচেয়ে খারাপ ঘটনা। বলেছেন মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ।

আজ শনিবার (২ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার থেকে এ তথ্য জানা যায়।

মুখ্যমন্ত্রী বীরেন সিংহ বলেন, এ ভয়াবহ ভূমিধসে ৮১ জনের মৃত্যু হয়েছে। যাদের মধ্যে ১৮ জন টেরিটোরিয়াল আর্মির জওয়ান। প্রায় ৫৫ জন এখনও ধ্বংসস্তূপে আটকা রয়েছেন।

দেশটির সেনাবাহিনী জানিয়েছে,  টেরিটোরিয়াল আর্মির জওয়ানদের দেহ সসম্মানে তাদের বাড়িতে পাঠানো হচ্ছে। এখনো ১৫ জওয়ানের খোঁজ পাওয়া যাচ্ছে না। নিখোঁজ রয়েছেন ২৯ জন বাসিন্দাও। উদ্ধারকাজ এখনো চলছে। উদ্ধারকাজ চালাতে কেন্দ্রীয় সরকার ঘটনাস্থলে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যদের পাঠিয়েছে।

গেলো বৃহস্পতিবার (৩০ জুন) টুপুল রেল স্টেশনের কাছে এ ধস নামে। সেখানেই ১০৭ টেরিটোরিয়াল আর্মির ক্যাম্প ছিলো।

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন