আইন-বিচার

শেকলে বেঁধে রেখে তরুণীকে ধর্ষণ : আসামিরা ফের রিমান্ডে

রাজধানীর মোহাম্মদপুরে ২৫ দিন ধরে শেকলে বেঁধে রেখে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দায়েরকৃত মামলায়। গ্রেপ্তার চার আসামিকে ফের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (৪ এপ্রিল)  মামলার সুষ্ঠু তদন্তের জন্য তদন্তকারী কর্মকর্তার তিনদিনের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মইনুল ইসলাম আসামিদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

জানা যায়, আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। পরে উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে আসামিদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডপ্রাপ্ত আসামিরা হলেন- সান, হিমেল, রকি ও সালমা ওরফে ঝুমুর।

এর আগে গত সোমবার (১ এপ্রিল) মামলার তদন্ত কর্মকর্তা ও মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ফারুকুল ইসলাম আসামিদের আদালতে হাজির করে সাতদিনের রিমান্ড আবেদন করেন। ওইদিনও শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম আসামিদের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলা সূত্রে জানা যায়, মোহাম্মদপুর এলাকায় একজন ব্যারিস্টার ওই তরুণীকে একটি ভাড়া বাসায় আটকে রেখে নিজে ও তাঁর দুই বন্ধুকে দিয়ে নিয়মিত ধর্ষণ করাতো। একই সাথে এ ধর্ষণের ভিডিও মোবাইলে ধারণ করে রাখত। আর এই অপকর্মের জন্য ওই তরুণীকে টানা ২৫ দিন শিকল দিয়ে বেঁধে রেখেছিলো অভিযুক্ত ব্যারিস্টার।

প্রসঙ্গত, এ ঘটনায় ভুক্তভোগী তরুণী নিজে বাদী হয়ে ৩১ মার্চ রাতে মোহাম্মদপুর থানায় মামলা করে।

এ সম্পর্কিত আরও পড়ুন