আর্কাইভ থেকে বাংলাদেশ

অনন্য মামুনকে কান ধরে উঠবস করাবো : অনন্ত জলিল

অনন্ত জলিল অভিনীত ও প্রযোজিত 'মোস্ট ওয়েলকাম' ছবিটির পরিচালক ছিলেন অনন্য মামুন। সেই ছবির মাধ্যমেই প্রধান পরিচালক হিসেবে অভিষেক হয় তার।  ছবিটি ২০১২ সালে মুক্তি পায়। এরপর নানা কারণে তাদের মধ্যে বিরোধ তৈরি হয়।

এবার তিনি তার হাতেগড়া পরিচালক অনন্য মামুনকে বিতর্কিত মন্তব্যের জন্য কড়া জবাব ছুড়ে দিলেন। তিনি সামনে পেলে অনন্য মামুনকে কান ধরে উঠবস করানোর কথা প্রকাশ্যেই এক টিভি টকশোতে উল্লেখ করেছেন।

ঘটনার সূত্রপাত আসন্ন পবিত্র ঈদুল আজহা অনন্ত জলিলের  'দিন দ্য ডে'। অন্যদিকে অনন্য মামুনের পরিচালনায় ‘সাইকো’ সিনেমা মুক্তি পাবে। ‘সাইকো’ সিনেমা নিয়ে এক সাক্ষাৎকারে অনন্য মামুন অনন্ত জলিলের সিনেমার ১০০ কোটি টাকা বাজেট নিয়ে প্রশ্ন তুলেছেন। পাশাপাশি নানা ইঙ্গিতে অনন্তের সমালোচনাও করেছেন।

সেই জবাবে এক টেলিভিশন টকশোতে অনন্ত জলিল বলেন, অনন্য মামুনকে আমি ডিরেক্টর বানিয়েছি। ওর পরিচালক সমিতির সদস্য হওয়ার ফি এক লাখ ৬০ হাজার টাকা আমি দিয়েছি। সমালোচনা যদি আমার সামনে কোনোদিন করে আর আমার চোখে পড়ে অনন্য মামুনকে আমি কান ধরে উঠাবো বসাবো। ওর এতবড় সাহস কোথা থেকে হলো। ওর কী যোগ্যতা আছে আমাকে নিয়ে সমালোচনা করার ।

অনন্তের এই বক্তব্যের প্রতিক্রিয়ায় অনন্য মামুনের কোনো জবাব পাওয়া যায়নি।

মেহা

এ সম্পর্কিত আরও পড়ুন