পা ভাঙ্গার ভয়ে ২-৩ বছর বুমরাহ’র বল খেলেননি সূর্যকুমার!
‘জাসপ্রিত বুমরাহকে নিজেদের দলে পাওয়া সবসময়ই দারুণ। আর গত দুই-তিন বছরে নেটে কখনই আমি তার বল মোকাবিলা করিনি। কারণ সে হয় আমার ব্যাট ভেঙে ফেলে, নয়তো পা…।’
ভারতের জাতীয় ক্রিকেট দলের অন্যতম পেসার জসপ্রিত বুমরাহকে নিয়ে এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন একই দলের তারকা ব্যাটসম্যান সূর্যকুমার যাদব। তার দাবি, বুমরাহ হয় তাঁর ব্যাট ভেঙে ফেলে নয়তো তার পাঁ। একারণে গত দুই-তিন বছর নেটে বুমরাহের বোলিং মোকাবিলা করেননি।
বৃহস্পতিবার(১১ এপ্রিল) আইপিএলের ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের দারুণ জয়ে উল্লেখযোগ্য অবদান রাখে সূর্যকুমার যাদব ও জসপ্রিত বুমরাহর। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে এদিন ২০ ওভারে ১৯৬ রান তোলে বিরাট কোহলির রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বুমরাহ চার ওভারে ২১ রান দিয়ে শিকার করেন পাঁচ উইকেট।
রান তাড়ায় ইশান কিষানের ৩৪ বলে ৬৯ রানের ইনিংস মুম্বাইকে এনে দেয় উড়ন্ত শুরু। পরে সূর্যকুমারের ১৯ বলে ৫২ রানের বিধ্বংসী ইনিংসে ২৭ বল বাকি থাকতেই ৭ উইকেটে ম্যাচ জিতে যায় মুম্বাই।
খেলা শেষে ধারাভাষ্যকার রবি শাস্ত্রির সঙ্গে কথা বলার সময় বুমরাহ সম্পর্কে সূর্যকুমার বলেন, ‘জাসপ্রিত বুমরাহকে নিজেদের দলে পাওয়া সবসময়ই দারুণ। আর গত দুই-তিন বছরে নেটে কখনই আমি তার বোলিং খেলিনি, কারণ সে হয় আমার ব্যাট ভেঙে ফেলে, নয়তো পা…।’
ভারতের জাতীয় দলের অন্যতম নির্ভরযোগ্য এই ব্যাটসম্যান আরও বলেন, ‘ওয়াংখেড়েতে ফিরতে পারা সবসময়ই দারুণ এবং স্কোয়াডের সঙ্গে যোগ দিতে পারা ছিল সবচেয়ে খুশির ব্যাপার। টুর্নামেন্ট শুরুর সময় মানসিকভাবে আমি এখানে ছিলাম, আমার শরীরটা ছিল বেঙ্গালোরে (জাতীয় একাডেমিতে)। এখানে আসার পর মনে হয়েছে, আমি যেন এখানেই ছিলাম…।’
৫২ রানের বিধ্বংসী ইনিংসের বিষয়ে জানতে চাইলে জবাবে সূর্যকুমার যাদব বলেন, ‘এই শটগুলো প্রচুর অনুশীলন করি আমি। এখন এসব আমার মাসল মেমোরিতেই থাকে। স্রেফ মাঠে নেমে উপভোগ করি।’