যে কারণে ইসরাইলে ফ্লাইট চলাচল বন্ধ করলো ভারত
ইসরাইল ও ইরানের উত্তেজনার মধ্যে তেল আবিবে নিজেদের পরিষেবা বন্ধ করে দিয়েছে ভারতের বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া। রোববার (১৪ এপ্রিল) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে এয়ার ইন্ডিয়া। রোববার থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। খবর- এনডিটিভি।
তবে কবে আবার এই পরিষেবা শুরু হবে, সেই নিয়ে বিস্তারিত কিছু জানায়নি এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ।
শনিবার (১৩ এপ্রিল) স্থানীয় সময় রাতে প্রথমবারের মতো তেল আবিবে সরাসরি হামলা চালায় তেহরান। চলমান এ পরিস্থিতিতে উত্তেজনা বিরাজ করছে মধ্যেপ্রাচ্যজুড়ে।