আবহাওয়া

যে কারণে ঢাকায় হঠাৎ বৃষ্টি

গ্রীষ্মের দাবদাহের মধ্যে দমকা হাওয়ার সঙ্গে হওয়া হঠাৎ বৃষ্টি কিছুটা স্বস্তি এনেছে রাজধানীর বুকে। আবহাওয়া অধিদপ্তর দুপুরের দিকেও বলেছিলো, আজ বৃষ্টির সম্ভাবনা একেবারেই কম। তারপরেও বৃষ্টি হয়েছে ঢাকাসহ এর আশপাশের বিভিন্ন এলাকায়। কেন এই বৃষ্টি সেটিও জানিয়েছে  আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার ( ১৬ এপ্রিল) বিকেলে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ গণমাধ্যমকে এ বিষয়ে বিস্তারিত বলেন।

মো. বজলুর রশিদ জানান, আজ সত্যিকার অর্থেই বৃষ্টির সম্ভাবনা খুবই কম ছিলো। কিছু মেঘমালা ময়মনসিংহের দিক থেকে সিলেটে চলে যাওয়ার পূর্বাভাস মিলেছিলো। কিন্তু বৃষ্টি হয়ে গেল ঢাকায়।

বৃষ্টির কারণ প্রসঙ্গে তিনি জানান, ঢাকায় স্থানীয়ভাবে একটি মেঘমালা সৃষ্টি হয়েছিলো। এ সময়ে এটা অনেক জায়গায় হয়ে থাকে। এটা দ্রুতই হয়, তাই এর পূর্বাভাস দেয়া বেশ কঠিন। তাঁদের যেসব মডেল ছিল, সেগুলোতেও এটা ধরা পড়ছিল না।

তিনি আরও জানান, আজ ঢাকায় এ মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। দুপুরে রাজধানীতে ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

প্রসঙ্গত, আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রায় রেকর্ড হয় চুয়াডাঙ্গায় ৪০ দশমিক ৬ ডিগ্রী সেলসিয়াস।

এ সম্পর্কিত আরও পড়ুন