আর্কাইভ থেকে বাংলাদেশ

বাস চাপায় মা-সন্তানের মৃত্যু: মহাসড়ক অবরোধ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুরে রাস্তা পার হতে গিয়ে বাসচাপায় মা ও দুই সন্তানের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মহাসড়কে প্রায় ৩০ কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়।

নিহতরা হলেন- মির্জাপুর বাসতৈল এলাকার পারভিন আক্তার (২৭) তার মেয়ে সাদিয়া (৯) ও ছেলে সুমন (৭)। 

শনিবার (১৬ জুলাই) দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার জামুর্কী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম।  

তিনি জানান,  মা-সন্তান রাস্তা পার হওয়ার সময় একটি যাত্রীবাহী বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে একজন ও হাসপাতালে নেয়ার পর আরও একজনের মৃত্যু হয়। 

এদিকে এ ঘটনার পর পরই স্থানীয় লোকজন মহাসড়ক অবরোধ করে রেখেছে। এতে করে উভয়পাশে প্রায় ৩০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। মহাসড়কের পাশে দুদিকে সিএনজি ও অটোরিকশার জন্য নির্মিত রাস্তায় বড় যানবাহন চলার কারণে যানজট আরও প্রকট হয়েছে।

বড় গাড়ি ছাড়াও ট্রাক, পিকআপভ্যান, মোটরসাইকেল-এমনকি গাড়ির ছাদেও মানুষের উপচেপড়া ভিড় রয়েছে। যে যেভাবে পারছেন ঈদ উদযাপন শেষে ঢাকা ফিরছেন তারা। ফলে নানা ভোগান্তিরও শিকার হতে হচ্ছে তাদের। সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন নারী ও শিশুরা।

তাসনিয়া রহমান

এ সম্পর্কিত আরও পড়ুন