বাচ্চারা জানে না টুটুল আবার বিয়ে করেছে: তানিয়া
প্রাক্তন স্বামী বাংলাদেশের জনপ্রিয় গায়ক এস আই টুটুলের বিয়েতে শুভ কামনা জানিয়েছেন অভিনেত্রী তানিয়া আহমেদ।
আজ সোমবার (১৮ জুলাই) টুটুলের দ্বিতীয় বিয়ের খবর প্রকাশ্যে এলে গণমাধ্যমকে তানিয়া বলেন, ‘টুটুলের জন্য শুভকামনা রইলো। সে যদি ভালো থাকে তাহলে আমি ও আমার সন্তানরাও ভালো থাকবো।'
কনে যুক্তরাষ্ট্র প্রবাসী শারমিন সিরাজ সোনিয়া। সম্প্রতি তাদের আকদ সম্পন্ন হয়েছে। টুটুল জানান, নিউইয়র্কে সোনিয়ার সঙ্গে পরিচয়। পরে দুজন মিলে তারা বিয়ের সিদ্ধান্ত নেন। গেলো ৪ জুলাই বিয়ে করেছেন টুটুল-সোনিয়া।
টুটুল বলেছেন, তানিয়ার সঙ্গে পাঁচ বছর আলাদা থাকার পর গেলো বছর বিচ্ছেদ হয় তাদের।
অভিনেত্রী তানিয়া বলেন, ‘বাচ্চারা এখনও জানে না তাদের বাবা আবার বিয়ে করেছে। তবে তারা জানতো সে বিয়ে করবে। আমিও বাচ্চাদের এসব জানাতে চাই না। আমরা সবসময় ছেলে-মেয়েদের ভালো জিনিসিটাই শেখানোর চেষ্টা করেছি। কখনো তাদের সামনে ঝগড়াঝাটি বা খারাপ কোনো শব্দ উচ্চারণ করিনি।'
উল্লেখ্য, এসআই টুটুল ও তানিয়া আহমেদের বিয়ে হয় ১৯৯৯ সালে। এ দম্পত্তির ঘরে রয়েছে অনয়, শ্রেয়াস ও আরশ নামে তিন ছেলে এবং আয়াত ও সামিয়া নামে দুই কন্যা।
এসি