আজ থেকে শুরু এলাকাভিত্তিক লোডশেডিং
জ্বালানি তেলের লোকসান কমাতে শিডিউল অনুযায়ী এলাকাভিত্তিক লোডশেডিং শুরু হচ্ছে আজ। দিনে এক থেকে দেড় ঘণ্টা, কোথাও কোথাও দুই ঘণ্টা হতে পারে এই লোডশেডিং। এদিকে, দেশে স্থগিত করা হয়েছে ডিজেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন। এরই মধ্যে কোন এলাকায় কখন বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে, তার সম্ভাব্য সূচি প্রকাশ করেছে ঢাকা শহর ও পার্শ্ববর্তী এলাকায় বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি)।
সোমবার (১৮ জুলাই) দুপুর প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত বৈঠকে প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী সাংবাদিকদের এসব তথ্য জানান। আজ মঙ্গলবার (১৯ জুলাই) থেকে তা কার্যকর হতে যাচ্ছে।
তৌফিক-ই-ইলাহী জানান, মসজিদে নামাজ ব্যতীত অন্য সময় এসি ব্যবহার বন্ধসহ নেয়া হয়েছে বেশ কিছু সিদ্ধান্ত। বিভিন্ন সিদ্ধান্তের পাশাপাশি অফিসের সময়সূচি দুই ঘণ্টা কমানোর চিন্তা চলছে।
প্রধানমন্ত্রী এ উপদেষ্টা আরও বলেন, দেশের ডিজেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোতে বিদ্যুৎ উৎপাদন স্থগিত করা হয়েছে।
তিনি বলেন, দোকানপাট ও মার্কেট রাত ৮টার পর বন্ধ রাখতে হবে। এসময় সরকারি অফিসের সভাগুলো অনলাইনে পরিচালনা করতে হবে। সিএনজি পাম্পগুলো সপ্তাহে একদিন বন্ধ রাখা হবে।
তাসনিয়া রহমান