ইট বোঝাই ট্রলির চাপা পড়ে এক শিশুর মৃত্যু
কুড়িগ্রামের কচাকাটা থানা এলাকায় একটি ইট বোঝাই ট্রলির পিছনের ডালায় চাপা পড়ে পাঁচ বছরের এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। বুধবার সকালে ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের ছনবান্দা গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত হয় ওই গ্রামের কৃষক ছাইদুল ইসলামের পুত্র মোশাররফ হোসেন ।
আজ বুধবার (২০ জুলাই) কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন
বলদিয়া ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক বলেন, বুধবার সকাল দশটার দিকে বাড়ির পাশের রাস্তায় শিশুটি খেলতে ছিলো। এসময় ইট বোঝাই একটি ট্রলি সেদিক দিয়ে যাচ্ছিল। চলন্ত ট্রলির পিছনের ডালা ধরে ঝুলে পড়ে শিশুটি। ট্রলিটি কিছু দূর যাবার পর রাস্তার মাঝখানে একটি কালভার্ট ভেঙ্গে গেলে। শিশুটি ট্রলির ডালার নীচে চাপা পড়ে যায়। এতে ইট বোঝাই গাড়ির চাপায় শিশুটি মারাত্মক আহতে হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
এই ঘটনায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
মেহা