বচ্চন পরিবারে আসছে কি নতুন অতিথি!
বলিউডের ‘ গুঞ্জন-মহল’এ অবসর বলে কোনা শব্দ নেই। এবার গুঞ্জন উঠেছে ‘অভিষেক-ঘরনি’কে ঘিরে। বচ্চন পরিবারের বৌ আবার মা হতে চলেছেন, এ খবরে বলিউডে ঝড় বইবে না, এমনটা তো হতেই পারে না। এমনিতেই গেলো কয়েকদিনে নায়িকাদের মা হওয়ার খবরে বলিউড উত্তাল। সেই জোয়ারে কি গা ভাসিয়েছেন রাই সুন্দরীও!
সম্প্রতি মুম্বাই এয়ারপোর্টে স্বামী অভিষেক বচ্চন এবং মেয়ে আরাধ্য বচ্চনের সঙ্গে ফ্রেমবন্দি হন ঐশ্বরিয়া। সেখানে কালো রঙের গাউনে দেখা যায় অভিনেত্রীকে। মেয়ে আরাধ্যার হাত ধরে এয়ারপোর্টের বাইরে বেরিয়ে আসতেই হাজারও ফ্ল্যাশের ঝলকানি। ঐশ্বরিয়ার সেই ছবি সামনে আসতেই শুরু হয়ে যায় নতুন জল্পনা কল্পনার। তবে কি দ্বিতীয়বার মা হতে যাচ্ছেন অভিনেত্রী? এ প্রশ্নে তোলপাড় সোশ্যাল মিডিয়া।
নেটিজেনদের প্রশ্ন, ‘বেবি বাম্প লুকাতেই কি কালো রঙের গাউনে নিজেকে আপাদমস্তক ঢেকেছেন ঐশ্বরিয়া? কেউ আবার লিখেছেন, ‘সত্যিই যদি মা হতে চলেছেন, তাহলে লুকানোর কী আছে?
তবে এই প্রথমবার নয়, এর আগেও শোনা গিয়েছিল ঐশ্বরিয়া মা হতে চলেছেন। ভাইরাল হয়ে গিয়েছিল তার ছবি। সে সময় এ গুঞ্জন ফুঁ দিয়ে উড়িয়ে দেন অভিনেত্রী। তবে এবার সোশ্যাল মিডিয়ায়র গুঞ্জন নিয়ে এখনো মুখ খোলেননি ঐশ্বরিয়া বা অভিষেক।
২০০৭ সালে মেগাস্টার অমিতাভ বচ্চনের ছেলে অভিষেক বচ্চনকে বিয়ে করেন ঐশ্বরিয়া। ২০১১ সালের ১৬ নভেম্বর এই তারকা জুটির সংসারে আসে প্রথম সন্তান মেয়ে আরাধ্য। তার বয়স এখন ১৩ বছর চলছে।
এসি