প্রিয়াঙ্কার বোন হয়ে কোনও লাভ হয়নি, কেন বললেন পরিণীতি
বিশ্বজুড়ে প্রিয়াঙ্কা চোপড়ার খ্যাতি রয়েছে। হলিউডের প্রথম সারির তারকাদের তালিকায় ইতিমধ্যেই নিজের নাম লিখিয়ে ফেলেছেন। প্রিয়াঙ্কার পর চোপড়া পরিবারের অন্য মেয়েরাও পা রাখেন বলিউডে। তাদের মধ্যে অন্যতম হলেন পরিণীতি চোপড়া। ‘লেডিস ভার্সেস রিকি বহেল’ ছবির মাধ্যমে আত্মপ্রকাশ করেন তিনি। প্রথম ছবিতেই নজর কাড়েন পরিণীতি। তার পরের বছর মুক্তি পায় ‘ইশ্কজাদে’। সেই ছবিতে পরিণীতির অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ হয়েছিল বলিপাড়া। ওই একই সময় আত্মপ্রকাশ করেন আলিয়া ভাট। স্বাভাবিক ভাবেই তুলনা টানা শুরু হয় দুই অভিনেত্রীর মধ্যে। যদিও সেই সময় অনেকেই এগিয়ে রাখেন পরিণীতিকে। কিন্তু পরে অবশ্য বদলে যায় চিত্রটা। গেলো দশ বছরে কেরিয়ারে ফ্লপের সংখ্যাই বেশি অভিনেত্রীর। সম্প্রতি ‘অমর সিংহ চমকিলা’ ছবিতে পরিণীতির অভিনয় প্রশংসিত হয়েছে দর্শক মহলে। এই প্রসঙ্গে পরিণীতি জানান, প্রিয়াঙ্কা চোপড়া তার বোন বলে বিশেষ কোনও সুবিধা তিনি ফিল্ম জগতে পাননি।
বলিউডে স্বজনপোষণ রয়েছে বলেই দাবি করেন হিন্দি ছবির অভিনেতাদের একাংশ। তারকা সন্তান থেকে তারকা পরিবারের নিকটজনেরাই বেশি সুযোগ-সুবিধা পান বলে অভিযোগ। যদিও পরিণীতির অনেক আগে ইন্ডাস্ট্রিতে পা রেখেছেন প্রিয়াঙ্কা। নিজের একটা মজুবত জায়গা ছিল তার। তবে বোনের জন্যই যে তিনি কাজ পেয়েছেন, তেমন নয়। পরিণীতির কথায়, ‘‘আমি যদি প্রিয়াঙ্কা চোপড়ার নাম ভাঙিয়ে টিকে থাকতে চাইতাম, তা হলে গেলো ১০ বছরে এতগুলো ফ্লপ ছবি ঝুলিতে থাকত না। হয়তো ইন্ডাস্ট্রিতে আগে থেকে চেনাজানা থাকলে প্রথম ছবিটা পেতে সুবিধে হয়। তার পরের সফরটা কিন্তু একেবারেই একার। প্রতিনিয়ত তুলনা টানা হয় পরিবারের সফল ব্যক্তিদের সঙ্গে। তাতে নিজেকে প্রমাণ করাটা আরও বেশি কঠিন হয়।’’ পরিণীতি স্বীকার করেছেন, প্রিয়াঙ্কার বোন হওয়া সত্ত্বেও তেমন কোনো লাভ হয়নি তার। যদিও পরিণীতি এ-ও মানেন, ইন্ডাস্ট্রির অন্দরে স্বজনপোষণ থাকুক না থাকুক, পক্ষপাত রয়েছেই।