রাজনীতি

নির্বাচনে জয়লাভ করলে পরাজিতদেরও দেশ গঠনে অংশীদার করা হবে: জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামী জয়লাভ করলে পরাজিত দলগুলোকেও দেশের গঠন প্রক্রিয়ায় অংশীদার করা হবে বলে জানিয়েছেন দলের আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (৩১ জানুয়ারি) কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এ মন্তব্য করেন।

ডা. শফিকুর রহমান বলেন, “জামায়াত এমন দেশ গঠন করবে যেখানে প্রতিটি নাগরিকের জীবন, সম্পদ ও সম্মান সুরক্ষিত থাকবে। নির্বাচনে জিতলে পরাজিতদেরও দেশ গঠনে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে।”

তিনি আরও বলেন, আগামী নির্বাচন জনগণের মাধ্যমে গণতান্ত্রিকভাবে সরকার নির্ধারণ করবে এবং কোনো বাইরের পক্ষ যদি নির্বাচনে প্রভাব বিস্তার করতে চায়, জনগণ তার বিরুদ্ধে দাঁড়াবে।

জামায়াতের আমির বলেন, সংখ্যালঘুদের শান্তিপূর্ণ জীবন বজায় রাখা হবে এবং দেশকে আর কোনো আধিপত্যবাদী বা দুর্নীতিগ্রস্ত সরকারের শাসনের আওতায় দেখতে চাই না। তিনি যুক্ত করেন, দল ১১-দলীয় জোটের মাধ্যমে সরকার গঠন করলে প্রতিটি নাগরিক ন্যায্য অধিকার ও সম্মান পাবে।

ডা. শফিকুর রহমান আরও জানান, দলের প্রার্থীর ৬২ শতাংশই যুবক, এবং তারা দেশকে যুবসমাজের হাতে তুলে দিতে চাই। বেকার ভাতা নয়, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে মানুষকে আত্মমর্যাদার সঙ্গে বাঁচার ব্যবস্থা করা হবে। এছাড়া, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও আইনশৃঙ্খলা নিশ্চিত করা হবে এবং সব ধর্মের মানুষ স্বাধীনভাবে তাদের নাগরিক অধিকার ভোগ করতে পারবে। শিক্ষাব্যবস্থায়ও মৌলিক পরিবর্তন আনা হবে।

এ সময় জনসভায় আরও বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, খেলাফত মজলিসের আমির মামুনুল হক, সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম, আবদুল হালিম, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট শাহজাহান, ছাত্রশিবিরের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম, ডাকসুর সাবেক ভিপি সাদিক কায়েমসহ ১১-দলীয় জোটের অন্যান্য নেতৃবৃন্দ।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন