আর্কাইভ থেকে বাংলাদেশ

হাওরের পানি উড়ে গেলো আকাশে

সিলেট-মৌলভীবাজারের ছয় উপজেলাজুড়ে বিস্তৃত এশিয়ার বৃহত্তম হাওর হাকালুকি। সাম্প্রতিক বন্যায় হাকালুকি পানিতে টইটম্বুর সেই হাওড়।সামান্য বাতাসেও মিনি কক্সবাজারখ্যাত হাকালুকি হাওড়ে শুরু হয় ঢেউয়ের গর্জন। সেই হাওরে দেখা মিললো টর্নেডোর।

গেলো শনিবার (২৩ জুলাই) বিকেল সাড়ে ৬টায় হাকালুকি হাওরের বড়লেখা উপজেলার চাতলার পাড় বা চাতল বিল এলাকায় এই টর্নেডো হয়। তবে কোন ক্ষয়ক্ষতি  হয়নি। হাকালুকি হাওরের এই টর্নেডো ৩ মিনিট স্থায়ী ছিলো। 

এলাকাবাসী জানায়, টর্নেডো হাকালুকির পানি জোয়ারের মতো  আকাশে টেনে তুলে নেয়। আকাশ কালচে বর্ণ ধারণ করে। বিজলী চমকে গর্জন করতে থাকে। পানি আর আকাশে পানির পিলার সৃস্টি হয়। সেই স্তম্ভ হাকালুকির তীরবর্তী লোকজন কৌতুহল ভরে দেখতে থাকেন। অনেকেই  ছবি তোলেন। ভিডিওচিত্র ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন।

এ সম্পর্কিত আরও পড়ুন