ক্রিকেট

টি-টোয়েন্টি বিশ্বকাপে রিয়াদ, সঙ্গে সাইফউদ্দিন

জুনে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠেয় টি–টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১ মের মধ্যে ১৫ জনের নাম আইসিসিতে পাঠাতে হবে।  তবে এই দলে বিনা শর্তে পরিবর্তন আনা যাবে ২৫ মে পর্যন্ত।

সেই লক্ষ্যেই বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর নির্বাচক কমিটি টি–টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের চূড়ান্ত দল নির্বাচন করে ফেলেছে।  তবে ঘোষণা হয়নি আনুষ্ঠানিকভাবে।

কিন্তু বিভিন্ন সূত্রের কথা উল্লেখ করে দেশের শীর্ষ এক সংবাদমাধ্যম বলছে দলে থাকছেন অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ ও দীর্ঘ চোট কাটিয়ে জিম্বাবুয়ে সিরিজের দলে ফেরা অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন।

সংবাদমাধ্যমটি আরও বলছে যেহেতু ২৫ মের আগে প্রয়োজনে দলে পরিবর্তন আসতে পারে, আইসিসিতে পাঠানো ১৫ খেলোয়াড়ের তালিকা বিসিবি এখনই আনুষ্ঠানিকভাবে ঘোষণা নাও করতে পারে।

 

এ সম্পর্কিত আরও পড়ুন