বৃষ্টি আইনে দ্বিতীয় ম্যাচেও বাংলাদেশের হার
১২০ রানের লক্ষ্যে খেলতে নেমে দয়ালান হেমলতার ২৪ বলে ৪১ রানের ঝোড়ো ইনিংসে ৫.২ ওভারে ৪৭ রান সংগ্রহ করে ভারত। এরপরই হানা সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হানা দেয় বৃষ্টি।
শেষ পর্যন্ত বৃষ্টি না থামলে ডিএলএস পদ্ধতিতে এগিয়ে থাকায় ১৯ রানে জয়ী হয় ভারত। ৫ ম্যাচের সিরিজে সফরকারীরা এগিয়ে গেল ২-০ ব্যবধানে।
এর আগে মঙ্গলবার (৩০ এপ্রিল) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ভারতে বিপক্ষে টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে অল্প রানের পুঁজি পায় বাংলাদেশের মেয়েরা। মুর্শিদা ৪৯ বলে করেছেন ৪৬ রানে ভর করে নির্ধারিত ওভার শেষে সব কয়টি উইকেট হারিয়ে ১১৯ রান সংগ্রহ করেছে টাইগ্রেসরা।