আর্কাইভ থেকে দক্ষিণ আমেরিকা

বাইডেনকে লাইভ বিতর্কের চ্যালেঞ্জ ছুড়েছেন পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যাকারী বলায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ক্রেমলিন। মন্তব্যের জেরে বাইডেনকে লাইভ বিতর্কের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন পুতিন। সরাসরি সম্প্রচারিত বা অনলাইনে এই বিতর্কের জন্য মার্কিন প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানান রুশ প্রেসিডেন্ট।

ফরাসি বার্তা সংস্থা এএফপি জানায়, গেল বুধবার এবিসি নিউজকে একটি সাক্ষাৎকার দেন মার্কিন প্রেসিডেন্ট। অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে পুতিনকে হত্যাকারী বলে মন্তব্য করেন তিনি। পুতিনের বিরুদ্ধে রুশ বিরোধীদলীয় নেতা অ্যালেক্সি নাভানলিকে হত্যার জন্য বিষ প্রয়োগের নির্দেশ দেওয়ার অভিযোগ আছে। তবে এই অভিযোগ অস্বীকার করে যাচ্ছেন পুতিন।

সাক্ষাৎকারে বাইডেন আরও বলেন, পুতিনের কোনো হৃদয় নেই। গেল মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের জন্য পুতিনকে চরম মূল্য দিতে হবে বলেও জানান তিনি।

এক বিবৃতিতে ক্রেমলিনের পক্ষ থেকে ২০২০ সালে মার্কিন নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ অস্বীকার করা হয়েছে। অভিযোগকে পুরোপুরি ভিত্তিহীন বলে অভিহিত করা হয়েছে।

পুতিনকে নিয়ে বাইডেনের মন্তব্যের জেরে কয়েক বছরের মধ্যে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কে সবচেয়ে বড় সংকট দেখা দিয়েছে। বুধবার ওয়াশিংটনে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আনাতলি আন্তনভকে মস্কোতে ডেকে পাঠানো হয়। দুই দেশের মধ্যে সাম্প্রতিক কূটনৈতিক সম্পর্কের ইতিহাসে এ পদক্ষেপ অভূতপূর্ব।

এদিকে, বাইডেনের মন্তব্যকে নজিরবিহীন হিসেবে বর্ণনা করেছে ক্রেমলিন। দুই দেশের মধ্যকার বর্তমান সম্পর্ককে খুবই বাজে বলে অভিহিত করা হয়েছে।

বাইডেনের মন্তব্যের জেরে বৃহস্পতিবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্র পেসকভ সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের খুবই বাজে মন্তব্য এটি। ইতিহাসে এমন ঘটনা ঘটেনি। বাইডেন যে নিশ্চিতভাবে রাশিয়ার সঙ্গে সম্পর্কের উন্নতি চান না বিষয়টি স্পষ্ট।

বাইডেনের মন্তব্য দুই দেশের মধ্যে সম্পর্ককে কীভাবে প্রভাবিত করতে পারে, তার জবাবে দিমিত্র পেসকভ বলেন, খুবই স্পষ্ট। তবে এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দিতে রাজি হননি তিনি।

বাইডেনের মন্তব্যে নিজেই প্রতিক্রিয়া দেখিয়েছেন পুতিন। গতকাল তিনি বলেন, আমি মার্কিন প্রেসিডেন্ট বাইডেনকে আমাদের আলোচনা চালিয়ে যাওয়ার প্রস্তাব দিচ্ছি। তবে একটা শর্ত আছে। এই আলোচনা লাইভ বা অনলাইনে করব। আগে রেকর্ড করা আলোচনা নয়, আলোচনা হবে মুক্ত ও সরাসরি।

পুতিন বলেন, আমার কাছে মনে হয়, সরাসরি আলোচনা রাশিয়া ও যুক্তরাষ্ট্র উভয় দেশের জনগণের জন্য জবর হবে। অন্যান্য অনেক দেশের জন্যও আকর্ষণীয় হবে।

রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম তাস জানায়, ইতোমধ্যে বাইডেনকে সরাসরি আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছেন পুতিন। আলোচনার জন্য শুক্র বা সোমবার সম্ভাব্য দিন প্রস্তাবও করেন তিনি।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন