দ্বিতীয় ম্যাচেও অল্প পুঁজি জিম্বাবুয়ের
বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচে হারের পর সিরিজের দ্বিতীয় ম্যাচেও অল্প সংগ্রহ পেয়েছে জিম্বাবুয়ে। নির্ধারিত ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৩৮ রান সংগ্রহ করেছে সফরকারীরা।
রোববার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে শুরুতে বোলিং করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
রোববার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে শুরুতে বোলিং করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা একদম ভালো করতে পারেনি জিম্বাবুয়ে। মাত্র ৪২ রানেই হারিয়ে ফেলে ৫ উইকেট।
তবে ষষ্ঠ উইকেট জুটিতে ব্রায়ান বেনেট ও জোনাথন ক্যাম্পবেল মিলে গড়ে তোলেন প্রতিরোধ। দুজনের মিলে ৪৩ বলে তোলেন ৭৩ রান। ক্যাম্পবেল করেন ২৪ বলে ৪৫ রান করে আউট হয়ে গেলেও ২৯ বলে ৪৪ রান করে অপরাজিত থাকেন বেনেট।
শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভার শেষে ১৩৮ রানে থামে জিম্বাবুয়ে।