বৃহস্পতিবার ঢাকা সফরে আসছেন ভারতের পররাষ্ট্র সচিব
আসছে বৃহস্পতিবার (৯ মে) ঢাকা সফরে আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা। এক দিনের সফরে ঢাকায় এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে দিল্লি সফরের আমন্ত্রণ পৌঁছে দেওয়ার কথা রয়েছে ভারতীয় পররাষ্ট্র সচিবের। এছাড়া, বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করবেন তিনি। বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করবেন তারা।
বৃহস্পতিবার (০৫ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র এক কর্মকর্তা বিষয়টি বায়ান্ন টিভিকে নিশ্চিত করেছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই সিনিয়র কর্মকর্তা জানান, চলতি বছরের মাঝামাঝি সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফরের প্রস্তুতির অংশ হিসেবেই ভারতের পররাষ্ট্র সচিব ঢাকা সফরে আসছেন। একদিনের সফরে তিনি পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া, দিল্লি সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন ভারতের পররাষ্ট্র সচিব। এসময় তিনি দিল্লি সফরের জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণপত্র প্রধানমন্ত্রীর হাতে তুলে দিবেন।
এর আগে, গত ২০ এপ্রিল ঢাকা সফরে আসার কথা ছিল ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার। তবে অনিবার্য কারণে বিনয় কোয়াত্রার পূর্বনির্ধারিত ঢাকা সফর স্থগিত হয়ে যায়।
ওই সফর স্থগিত হয়ে যাওয়ার কারণ হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র বায়ান্ন টিভিকে জানিয়েছিল, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফরের দিনক্ষণসহ অন্যান্য বিষয় নিয়ে আলোচনার জন্য ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রার ২০ এপ্রিল ঢাকায় আসার কথা ছিল। খসড়া সূচি অনুযায়ী ওইদিন সকালে ঢাকায় আসার পর দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে তাঁর সৌজন্য সাক্ষাতের কথা ছিল। একই দিন দিল্লির উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যাওয়ার আগে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করার কথা ছিল বিনয় মোহন কোয়াত্রার। তবে পরিবারের এক সদস্যের মেডিকেল ইমার্জেন্সির কারণে বিনয় মোহন কোয়াত্রা ২০ এপ্রিল ঢাকা সফর স্থগিত করেন।
এমআর//