পানিতে ডুবে প্রতিবন্ধী যুবকের মৃত্যু
কুড়িগ্রামের নাগেশ্বরীতে মামা বাড়ীতে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে প্রতিবন্ধী এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত মোরসালিন (২১) নাগেশ্বরী পৌরসভার মালভাঙ্গার এলাকার আক্কাস আলীর ছেলে।
আজ মঙ্গলবার (২ অগাস্ট) বিকালে কালীগঞ্জ ইউনিয়নের মন্নেয়ারকুড়া বিলে এ দুঘর্টনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেন নাগেশ্বরীতে থানা অফিসার ইনচার্জ (ওসি) নবীউল হাসান।
পুলিশ ও এলাকাবাসী জানায়, মোরসালিন মঙ্গলবার সকালে তার মামা জয়নাল আবেদীন এর বাড়ী উপজেলার কালীগঞ্জ ইউনিয়নের মন্নেয়ায় বেড়াতে আসে। দুপুরে সে বাড়ীর পাশে মন্নেয়ার কুড়া বিলে গোসল করতে নেমে পানিতে ডুবে যায়। এরপর এলাকাবাসী দীর্ঘ সময় চেষ্টা করে বিকাল ৫ টায় জাল টেনে তার প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার করে।