ভাইস চ্যান্সেলর এওয়ার্ড' পাবেন কুবি শিক্ষকরা
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ( কুবি) প্রথম বারের মত শিক্ষকদের মধ্যে 'ভাইস চ্যান্সেলর এওয়ার্ড' প্রদানের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আজ মঙ্গলবার( ০২ আগস্ট) ডেপুটি রেজিস্ট্রার বিপলব মজুমদার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন ।
জানা যায়, রবিবার (৩১জুলাই) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার বিপলব মজুমদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে শিক্ষকদেরকে 'ভাইস চ্যান্সেলর এওয়ার্ড'র আবেদনের জন্য আহ্বান করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের যে সকল শিক্ষক 'High Impact Factor Journal' জুলাই-২০২০ থেকে জুন-২০২২ এ প্রকাশনা করেছেন, তাদেরকে আগামী ০৪ আগস্টের মধ্যে উক্ত প্রকাশনার কপিসহ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর আবেদন করার আহ্বান করা হয়।
এছাড়া বিজ্ঞপ্তিতে আবেদনপত্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ে জমা দেওয়ার নির্দেশ দেয়া হয়