ক্রিকেট

নির্ধারণ করা হলো ভারতের বিশ্বকাপ সেমিফাইনালের তারিখ

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল খেলবে ভারত। ক্রিকেট-ভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো'র এক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। যেখানে বলা হয়, ভারত যদি নক-আউট স্টেজে পৌঁছে যায়- তবে গায়ানাতে জুনের ২৭ তারিখ ম্যাচ খেলবে তারা।

আইসিসির প্লেয়িং কন্ডিশন অনুযায়ী, ম্যাচের সময়ের কথা মাথায় রাখা হয়েছে এখানে। ভারতের দর্শকদের কথা বিবেচনা করা হয়েছে। প্রথম সেমিফাইনাল ম্যাচটি টারোবা, ত্রিনিদিদাদে অনুষ্ঠিত হবে- আগামী ২৬ জুন। যা ভারতের স্থানীয় সময়ের সাথে খুব একটা খাপ খায়নি। তবে গায়ানাতে যখন দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে, তখন ভারতে স্থানীয় সময় পড়ছে রাত ৮ ঘটিকা।

মূলত এই সময়গুলো মাথায় রেখে ভারতের জন্য দ্বিতীয় সেমিফাইনাল নির্ধারণ করা হয়েছে। অবশ্যই এর জন্য দলটিকে আগে সেখানে পৌঁছাতে হবে। ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে জুনের ২৯ তারিখ, যা ভারতের স্থানীয় সময় ৭ টা ৩০ মিনিট। ফাইনাল ম্যাচের জন্য আছে নির্ধারিত রিজার্ভ ডে।

 

এম/এইচ

এ সম্পর্কিত আরও পড়ুন