রিজার্ভ চুরির খবর সম্পূর্ণ ভুয়া: বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে আবারও অর্থ চুরি হয়েছে বলে দাবি করা ভারতীয় পোর্টালের একটি খবর নাকচ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
মঙ্গলবার (১৪ মে) সন্ধ্যায় কেন্দ্রীয় ব্যাংক এ বিষয়ে একটি বিবৃতি দেয়। বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ ব্যাংক নিউইয়র্ক ফেডের সঙ্গে লেনদেনে নিশ্চয়তার ক্ষেত্রে বর্তমানে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নীতি চালু রয়েছে। ফলে যে তথ্য প্রকাশ করা হয়েছে, তা সঠিক নয়।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক এ বিবৃতির সত্যতা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
মঙ্গলবার (১৪ মে) ভারতের ‘নর্থইস্ট নিউজ’ নামে নিউজ পোর্টালে ‘চলতি মাসে বাংলাদেশ ব্যাংকের কোটি কোটি ডলার চুরির পেছনে ভারতীয় হ্যাকাররা জড়িত?’ শীর্ষক শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে।
এনএস/