ভারত-পাকিস্তান ম্যাচের ভেন্যু নিয়ে ধারণা দিলো আইসিসি
টি-টোয়েন্টি বিশ্বকাপ আসন্ন। প্রস্তুত হচ্ছে স্টেডিয়াম, মাঠ, খেলোয়াড়- সবাই। নিজেদের শেষ সময়ে গোছানো প্রস্তুতি নিচ্ছে দলগুলো। পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের জন্য উড়াল দেওয়ার দিন গুনছে। ভারত ও পাকিস্তানের ম্যাচ নিয়ে আগ্রহ সবসময় থাকে তুঙ্গে। সেই ম্যাচ অনুষ্ঠিত হবে জুনের ৯ তারিখ, নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, নিউ ইয়র্কে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) নাসাউ কাউন্টি স্টেডিয়ামের পিচ সম্পর্কে ধারণা দিয়েছে সম্প্রতি।
নিউ ইয়র্কে মোট ৮ টি ম্যাচ অনুষ্ঠিত হবে। যেখানে ভারত ও পাকিস্তানের দুইটি করে ম্যাচ আয়োজন হবে। এই মাসের শুরুতে ১০ টি ড্রপ-ইন পিচ পেয়েছে ভেন্যুটি। আইসিসির হেড অব ইভেন্টস ক্রিস টেটলি নিশ্চিত করেছেন, নাসাউ ক্রিকেট গ্রাউন্ড আন্তর্জাতিক মানের এক ভেন্যুতে পরিণত হয়েছে। পুরো মাঠটি ওয়াংখেড়ে স্টেডিয়ামের সাথে মিল আছে বলে মনে করছেন টেটলি।
বিশ্ব-মানের ড্রেনেজ ব্যবস্থা রয়েছে ক্রিকেট মাঠটিতে। টেটলি বলেন, “যখন একটি নতুন স্টেডিয়াম উঠে আসে, তখন এর আকার-আকৃতি নিয়ে নানা প্রশ্ন ওঠে। কিন্তু নাসাউ ক্রিকেট মাঠটি টোকেন-মাপের মাঠ নয়। মাঝ থেকে পূর্ব-পশ্চিম দিকে ৭৫ গজ, উত্তর-দক্ষিণে ৬৭ গজ আকৃতি রয়েছে। এটি ওয়াংখেড়ের মতো একইরকম আকৃতির। এর ড্রেনেজ ব্যবস্থা বিশ্ব-মানের।“
অ্যাডিলেইড ওভালের প্রধান কিউরেটর ডেমিয়েন হিউ আছেন পিচের দায়িত্বে। নাসাউ ক্রিকেট মাঠে যে ড্রপ-ইন পিচ আনা হয়েছে- সেসব দেখ-ভাল করছেন ডেমিয়েন। ডেমিয়েন জানিয়েছেন, “পিচে পেস ও বাউন্স আছে। বলগুলো ব্যাটে আসার কথা, খেলোয়াড়েরা যেমনটা চায়। ভাবনাটা ভালো পিচ বানানোর। যাতে টুর্নামেন্ট-জুড়ে তা অব্যাহত থাকে এবং খেলোয়াড়েরা খেলে আনন্দ পায়।“
সবমিলিয়ে যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক মানের ক্রিকেট হবে বলে আশা করছে আইসিসি। তেমন করেই সব কার্যক্রম পরিচালিত হচ্ছে। এখন টুর্নামেন্ট শুরু হওয়ার জন্য কেবল অপেক্ষা করা বাকি আছে।
এম/এইচ