আর্কাইভ থেকে বাংলাদেশ

মোবাইল টাওয়ারে মাদ্রাসা ছাত্র, তিন ঘন্টা পর উদ্ধার

নেত্রকোনা শহরের সাতপাই বড় স্টেশন এলাকার একটি মোবাইল টাওয়ারে ওঠে মোহাম্মদ বিশ্বাস নামে এক মাদ্রাসার শিক্ষার্থী। ছয় ঘণ্টা অবস্থান করার পর তাকে উদ্ধার করা হয়েছে।

আজ বুধবার (১০ আগস্ট) দুপুরে টানা ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে তাকে উদ্ধার করে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা।

মোহাম্মদ বিশ্বাস (১৪) কলমাকান্দা উপজেলার মন্তলা গ্রামের বাবুল বিশ্বাসের ছেলে। সে শহরের সাতপাই মাদ্রাসাতুল আরকামে হিফজ বিভাগের শিক্ষার্থী।

পুলিশ ও মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, বুধবার ভোর থেকে মোহাম্মদ বিশ্বাস নামে ওই শিক্ষার্থী নিখোঁজ ছিল। পরে স্থানীয়রা তাকে সকাল সাড়ে ৮টার দিকে মোবাইল ফোনের টাওয়ারের উপরে দেখে স্থানীয়রা পুলিশকে সংবাদ দেয়। পরে পুলিশ, ফায়ার সার্ভিস ও উপজেলা প্রশাসনের কর্মীরা টানা ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে দুপুর পৌনে ১২ টার দিকে তাকে উদ্ধার করে।

মোহাম্মদ বিশ্বাসের মা রিমা খানম বলেন, আমার ছেলে সাতপাই মাদ্রাসাতুল আরকামের আবাসিক থেকে পড়াশুনা করতো। সে কেন এমন ঘটনা করলো তা বলতে পারছি না। এসে টাওয়ারের ওপর দেখে খুব ভয় পেয়ে যাই। তাকে সুস্থ অবস্থায় উদ্ধার করার জন্য শুকরিয়া জানাই।

মাদ্রাসাতুল আরকাম এর কার্যকরী কমিটির সদস্য মাওলানা সিহাব উদ্দিন আহমদ বলেন, গতকালই মাদ্রাসা বুধবার থেকে বন্ধ ঘোষণা করা হয়। অনেক শিক্ষার্থীই বাড়ি চলে গেছে। সে যায়নি। আমাদের এক শিক্ষককে বলে সে তার বাবাকে খুব ভয় পায়। এ কারণে সে বাড়ি যাবে না বলেছে। এমনকি সে উপরে থেকেও বলেছে তার বাবা এলে এখান থেকে লাফ দেবে। সকালে এ ঘটনা শুনে আমরা পুলিশকে জানিয়েছি। পুলিশ এসে তাকে উদ্ধার করেছে।

নেত্রকোনা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. আনোয়ার হোসেন বলেন, বুধবার সকালে মোবাইল টাওয়ারের একটি শিশু বসে আছে এমন সংবাদ পেয়ে আমার ঘটনাস্থলে তাকে উদ্ধারের চেষ্টা শুরু করি। প্রায় ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে তাকে সুস্থ অবস্থায় উদ্ধার করতে সক্ষম হই।

মেহা

এ সম্পর্কিত আরও পড়ুন