রেকর্ড মূল্যে দল পেয়েছেন পাথিরানা
মাথিশা পাথিরানা একজন বোলার হিসেবে এখন বেশ চাহিদার জায়গা তৈরি করেছেন। তাকে নিয়ে দলগুলোর আশা থাকে, আর সেখান থেকে নিলামেও তোড়জোড় শুরু হয়। লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) আসন্ন আসরের জন্য সবচেয়ে বেশি দামে বিক্রি হয়েছেন পাথিরানা। তার মূল্য উঠেছে ১ লাখ ২০ হাজার মার্কিন ডলার।
মঙ্গলবার (২১ মে) অনুষ্ঠিত হয়ে গেছে এলপিএলের নিলাম। যেখানে পাথিরানাকে কিনেছে তার পুরোনো দল কলম্বো স্ট্রাইকার্স। এত বেশি দামে এর আগে এলপিএলের কোনো খেলোয়াড় কেনা হয়নি। যা পাথিরানার ক্ষেত্রে ঘটেছে।
অন্যদিকে ইসুরু উদানাকে নিয়ে একটি আলোচনা করার মতো ঘটনা হয়েছে। যেখানে ৩ বছরের আগে আন্তর্জাতিক ক্রিকেট খেলা এই পেসারের ভিত্তিমূল্য ছিল ৩০ হাজার ডলার। তাকে গল মার্ভেলস কিনে নিয়েছে ১ লাখ ডলারে। আর কোনো দল তাকে নেওয়ার আগ্রহ দেখায়নি। ফলে বিষয়টি বেশ অবাক করেছে।
পাথিরানার দল কলম্বো তাসকিন আহমেদকেও দলে নিয়েছে। তাসকিনের ভিত্তিমূল্য ৫০ হাজার ডলারেই তাকে কিনেছে দলটি। বাংলাদেশের আরো ক্রিকেটাররা ছিলেন এই নিলামে। তারা কেউ দল পাননি।
এম/এইচ