টুইটার ব্যবহার করায় মহিলাকে ৩৪ বছরের কারাদণ্ড
টুইটার ব্যবহার করার ‘অপরাধে’ এক মহিলাকে ৩৪ বছরের কারাদণ্ড দিলেন সৌদির আদালত। দ্য গার্ডিয়ান-এর প্রতিবেদন অনুযায়ী, মহিলার নাম সালমা-আল-শেহব। সমাজকর্মীদের টুইট অনুসরণ এবং রিটুইট করার অপরাধে সালমাকে গ্রেপ্তার করা হয়।
ব্রিটেনের লিডস বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করছেন সালমা। ছুটিতে বাড়ি ফিরেছিলেন তিনি। তখনই তার বিরুদ্ধে অভিযোগ আনা হয় যে, দেশে যারা অশান্তি তৈরি করার চেষ্টা করছেন এবং দেশের নিরাপত্তাকে বিপন্ন করছেন, এমন ব্যক্তিদের টুইটার অ্যাকাউন্ট অনুসরণ করছেন। তার পরই সালমাকে গ্রেপ্তার করা হয়।
সালমার এই কাজকে ‘অপরাধ’ বলে উল্লেখ করে সন্ত্রাসবাদ সংক্রান্ত বিশেষ আদালত প্রাথমিকভাবে তাকে তিন বছরের কারাদণ্ড দেয়। আদালতের যুক্তি, সালমার এই কাজ দেশে ‘অশান্তির পরিবেশ’ সৃষ্টি করবে।
দুই ছোট সিন্তানের মা সালমা প্রাথমিকভাবে একটি ইন্টারনেট ওয়েবসাইট ব্যবহার করে ‘জনসাধারণের অশান্তি সৃষ্টি এবং নাগরিক ও জাতীয় নিরাপত্তাকে অস্থিতিশীল করার জন্য তিন বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়েছিলেন। কিন্তু সোমবার একটি আপিল আদালত নতুন করে ৩৪ বছরের কারাদণ্ড এবং ৩৪ বছরের ভ্রমণ নিষেধাজ্ঞা দেয়া হয়।