আন্তর্জাতিক

বৃষ্টির আশায় করাচিবাসী

তীব্র তাপপ্রবাহে পুড়ছে পাকিস্তান। এর ফলে বিপর্যস্ত হয়ে পড়েছে করাচির স্বাভাবিক জীবনযাত্রা। আবহাওয়া দপ্তর জানিয়েছে  আগামী ১ জুনের আগে তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা নেই।

বৃহম্পতিবার (৩০ মে) পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, ১ জুন দেশটিতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তখন একটু গরম কমে আসতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর তবে তার আগে আগামী ২৪ ঘণ্টা তীব্র গরম থাকবে।

দেশটির প্রধান আবহাওয়াবিদ সরদার সরফরাজ জানিয়েছেন, আগামী দুইদিন ৪০ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকবে দশটিতে।

এর আগে গেলো সোমবার (২৭ মে) দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রদেশ সিন্ধের ঐতিহাসিক শহর মোহেঞ্জোদারোর তাপমাত্রা পৌঁছেছে ৫২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে। পাকিস্তানের ইতিহাসে সর্বোচ্চ দৈনিক তাপমাত্রার রেকর্ড ৫৪ ডিগ্রি সেলসিয়াস। ২০১৭ সালের দেশটির দক্ষিণপশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে এই তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন