বায়ার্ন মিউনিখের দায়িত্ব নিলেন ভিনসেন্ট কোম্পানি
বার্নলি কোচ ভিনসেন্ট কোম্পানিকে কোচের দায়িত্ব দিল বায়ার্ন মিউনিখ। আগামী ৩ বছরের জন্য কোম্পানির সাথে চুক্তিতে গেল জার্মানির এই ক্লাবটি। বেলজিয়ামের সাবেক এই ডিফেন্ডার এর আগেও কোচের দায়িত্ব পালন করেছেন।
বার্নলিকে ক্ষতিপূরণ দিয়ে এরপর কোম্পানির সাথে চুক্তি করেছে বায়ার্ন। ক্লাবটি থেকে সরে গেছেন থমাস টুখেল। যদিও টুখেলের সাথে শেষ দিকে এসে চুক্তি নবায়ন করার চেষ্টা করেছে বায়ার্ন। যা শেষ পর্যন্ত ঘটেনি।
Vincent Kompany is the new head coach of FC Bayern, putting pen to paper on a deal until 2027 🔴⚪#MiaSanMia pic.twitter.com/XHQs4mmOUw
— FC Bayern Munich (@FCBayernEN) May 29, 2024
আন্ডারলেখটের হয়ে কোচের দায়িত্ব শুরু করেন কোম্পানি। এরপর বার্নলিতে যোগ দিয়েছিলেন। সর্বশেষ মৌসুমে বার্নলির পারফরম্যান্স বেশ খারাপ হয়ে যায়। তাদের অবনমিত হতে হয়।
ম্যানচেস্টার সিটির হয়ে লম্বা সময় খেলেছেন কোম্পানি। ইংলিশ ক্লাবটির অধিনায়ক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
মূলত বায়ার্ন মিউনিখের বর্তমান পারফরম্যান্স আশানুরূপ হয়নি। বুন্দেসলিগা জেতা হয়নি, জার্মান সুপার কাপেও নিজেদের খেলা খেলতে পারেনি তারা। এবার কোম্পানির সাথে চুক্তি করে নিজেদের ফর্ম আবারও ফিরিয়ে আনতে পারে কি না, তাই এখন দেখার বিষয়।
এম/এইচ