মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বাবার ওপর হামলা, আটক ৩
রাজশাহীতে কলেজ ছাত্রীকে উত্যক্তকের অভিযোগে তিন ছাত্রলীগ নেতাকে আটক করেছে র্যাপিড অ্যাকশান ব্যাটলিয়ান (র্যাব-৫)। গেলো বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে মহানগরীর মতিহার থানার মেহেরচন্ডী পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটককৃতরা হলো নগরীর মেহেরচন্ডি এলাকার ইউসুফ খানের ছেলে ইরফান খান (২৩), ইনতাজ আলীর ছেলে ফরহাদ (২৭) ও তার ভাই আখের আলী (৩২)। আটক তিনজনই ছাত্রলীগের নেতা।
আজ বৃহস্পতিবার (১৮ আগস্ট) দুপুরে পাঠানো র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, রাজশাহী নগরীর মেহেরচন্ডি এলাকার নীলমাধব নামে এক ব্যক্তির কলেজ পড়ুয়া মেয়ে রাণী সাহাকে ইউসুফ, ফরহাদ, আখের আলী কলেজে যাওয়া আসার পথে উত্যক্ত করে আসছিল। তারা ছাত্র লীগের নেতা বলে কেউ প্রতিবাদ করার সাহস পেতো না। গেলো ১২ আগষ্ট সকাল সাড়ে ৭টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় রেলওয়ে স্টেশন এলাকায় রাণী সাহাকে ওই তিন যুবক উত্যক্ত করার সময় প্রতিবাদ করেন তার বাবা নীলমাধব শাহ ও মা। এসময় ওই তিন ইভটিজাররা নীলমাধব শাহকে হাতুড়ী পেটা ও তার স্ত্রী বন্দনা রাণী শাহাকে মারপিঠ করে জামা-কাপড় ছিড়ে শ্লীলতাহানি করে।
এ ঘটনার পরিপ্রেক্ষিতে নীলমাধব শাহ থানায় মামলা করতে গেলে হামলাকারীরা নিজেদের ছাত্রলীগের কর্মী পরিচয় দিয়ে এলাকা দাপিয়ে বেড়ায়। এ কারণে পুলিশ মামলা নিচ্ছে না।
উল্লেখ্য, বুধবার সকাল ১০টায় নীলমাধব শাহা ও তার মেয়ে রাণী সাহা সংবাদ সম্মেলন করে ঘটনার বিবরণ তুলে ধরলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। সংবাদ সম্মেলন করার পর রাজশাহী রেলওয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলা দায়েরের পর থানা পুলিশের পাশাপাশি র্যাবও এ ঘটনার তদন্ত শুরু করে। র্যাব বুধবার রাত আড়াইটার দিকে র্যাব জানতে পারে ওই ইভটিজাররা মেহেরচন্ডী পূর্বপাড়া সমশের মোড় এলাকায় অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র্যাব অভিযান চালিয়ে তাদের আটক করে।