বিদ্রোহীদের দখলে মিয়ানমারের ৮৬ শতাংশ শহর
বিদ্রোহীদের দখলে চলে গেছে মিয়ানমারের ৮৬ শতাংশ শহর। আন্তর্জাতিক দুই থিঙ্কট্যাংক স্পেশাল অ্যাডভাইসরি কাউন্সিল ফর মিয়ানমার (স্যাক-এম) অ্যাড এবং ক্রাইসিস গ্রুপের সাম্প্রতিক প্রতিবেদনে জানা গেছে এই তথ্য।
প্রতিবদেনে বলা হয়েছে, বর্তমানের মিয়ানমারের ৮৬ শতাংশ শহর-গ্রামে জান্তার কোনো কার্যকর নিয়ন্ত্রণ নেই। দেশটির মোট জনসংখ্যার ৬৭ শতাংশ বসবাস করে এসব শহর-গ্রামে।
উল্লেখ্য, ২০২১ সালে সুচির গণতান্ত্রিক সরকারকে সরানোর মাধ্যমে ক্ষমতা দখল করে দেশটির সামরিক বাহিনী। এরপরে মিয়ানমারে শুরু রাজনৈতিক অস্থিরতার।
ক্ষমতা দখলের পর মিয়ানমারের গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সুচি এবং তার দল ন্যাশনাল লীগ ফর ডেমেক্রেসির হাজার হাজার নেতা-কর্মীকে কারা অন্তরীণ করে জান্তা
সেই সঙ্গে গনতন্ত্রকামী জনগণের শান্তিপূর্ন বিক্ষোভ-আন্দোলনও নির্মমভাবে দমন করে। মূলত তার পর থেকেই মিয়ানমারের রাজনীতিতে উত্থান ঘটতে থাকে জান্তাবিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোর।
এনএস/