অবশেষে ধ্যান ভাঙ্গলেন মোদী
অবশেষে প্রায় ৪৫ ঘণ্টা পর ধ্যান ভেঙেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার (১ জুন) দুপুরে ধ্যানের স্থান বিবেকানন্দ রক মেমোরিয়াল থেকে বেরিয়ে আসেন তিনি। খবর- দ্য ইকোনমিক টাইমস
শনিবার ভারতে লোকসভা নির্বাচনের শেষ দফার ভোটগ্রহণ শেষের কয়েক ঘন্টা আগে এই ধ্যান ভাঙ্গলেন তৃতীয়বারের মত ভারতের ক্ষমতায় বসতে যাওয়া বিজেপির এই শীর্ষ নেতা। ধ্যান শেষে তামিল কবি তিরুভাল্লুভারের মুর্তিতে ফুলের মালা দেন মোদী।
গেলো বৃহস্পতিবার সন্ধ্যায় তামিলনাড়ুর কন্যাকুমারির বিবেকানন্দ রক মেমোরিয়ালে ধ্যানে বসেছিলেন মোদি। সেই ধ্যান চলে আজ শনিবার দুপুর পর্যন্ত। এই দুই দিন মৌনব্রত পালন করেন মোদি। এসময় তিনি শুধুই তরল জাতীয় খাবার খেয়েছেন।
২০১৯ সালে লোকসভা নির্বাচনের পর মোদী গিয়েছিলেন কেদারনাথে। ২০১৪ সালের ভোটের পর গিয়েছিলেন মহারাষ্ট্রের প্রতাপগড়ে।
ভারতের বিরোধী দলগুলোর দাবি, নির্বাচনের ফলকে প্রভাবিত করতেই তিনি এই ধ্যানে বসেছেন।
এনএস/