ক্রিকেট

'ক্রিকেটে বিনোদন আনতে ২০ ছক্কার প্রয়োজন নেই'

অল্প রানে শেষ হয়েছে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা ম্যাচ। লঙ্কানদের দেওয়া ৭৮ রানের লক্ষ্যমাত্রা পেরোতে গিয়েও বেশ বেগ পেতে হয়েছে প্রোটিয়াদের। বিজয়ী দলের পেসার আনরিখ নরকিয়া অবশ্য নিজের প্রদর্শনী দেখিয়েছেন। টি-টোয়েন্টি’তে তার ক্যারিয়ার সেরা ৭ রান দিয়ে ৪ উইকেট সংগ্রহ করেছেন। এই বোলার মনে করছেন ম্যাচটি দুর্দান্ত ছিল। অল্প রানেও যে ম্যাচ জমে যেতে পারে, সেদিকে ইঙ্গিত দিয়েছেন তিনি।

প্রথমবারের মতো বিশ্বকাপ ম্যাচ অনুষ্ঠিত হয়েছে নিউইয়র্কে। নাসাউ কাউন্টি স্টেডিয়ামে বেশ সংগ্রাম করতে হয়েছে দুই দলকে রান তুলতে। নরকিয়া ম্যাচ শেষে জানিয়েছেন, ‘আমি মনে করি ম্যাচটা দুর্দান্ত ছিল।‘

‘আমার তো মনে হয় সেখানে বেশ বিনোদন ছিল। সেখানে অনেক দর্শক ছিল। এটা দেখতে বেশ দারুণ লাগে। সবাইকে দেখতে, সবার কণ্ঠ শুনতে, খুবই ভালো লেগেছে। এটা ক্রিকেটের জন্য চমৎকার এক দিন।‘

নরকিয়া মনে করেন, ক্রিকেটে বিনোদন যোগ করতে আসলে ২০ টি করে ছক্কা মারার কোনো প্রয়োজন নেই। আরো অনেক পদ্ধতি ও দক্ষতা যোগ করে ক্রিকেটে বিনোদন আসতে পারে।

 

এম/এইচ

এ সম্পর্কিত আরও পড়ুন