আর্কাইভ থেকে বাংলাদেশ

৬.৩ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো সুমাত্রা

ইন্দোনেশিয়ার দুর্যোগ সংস্থা গেলো মঙ্গলবার (২৩ আগস্ট) গভীর রাতে সুমাত্রা দ্বীপের দক্ষিণ উপকূলে আঘাত হানা একটি শক্তিশালী ভূমিকম্প। মধ্যরাতের কাছাকাছি কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

৬.৩ মাত্রার ভূমিকম্পটি স্থানীয় সময় ৯ টার পর আঘাত হানে। দেশটির আবহাওয়া ও ভূ-পদার্থবিদ্যা সংস্থা জানায়,  এর কেন্দ্রস্থল ছিল বেংকুলু প্রদেশের মান্না শহরের ৪০ কিলোমিটার দক্ষিণে।

দুর্যোগ সংস্থা বিএনপিবি জানায়, সুমাত্রার দক্ষিণ উপকূলরেখার বাসিন্দারা ২ থেকে ৬ সেকেন্ডের জন্য কম্পন অনুভূত হয়েছিল, যার কারণে কিছু লোক তাদের বাড়িঘর ছেড়ে বাইরে বের হয়ে যায়।

বেংকুলু এজেন্সির একজন কর্মকর্তা সেপ্টি বলেন, এটি বেশ শক্তিশালী ছিল।  

ইন্দোনেশিয়া একটি ভূমিকম্পগতভাবে সক্রিয় অঞ্চল, যেখানে পৃথিবীর ভূত্বকের বিভিন্ন প্লেট মিলিত হয় এবং প্রচুর পরিমাণে ভূমিকম্প এবং আগ্নেয়গিরি তৈরি করে। 

কেএস 

এ সম্পর্কিত আরও পড়ুন