ক্রিকেট

মাহমুদউল্লাহকে বাদ দিতে চেয়েছিলো, বিশ্বাস হচ্ছে না হার্শা ভোগলের

১২ বলে যখন ১১ রান দরকার তখন ১৯ তম ওভারের মাহমুদউল্লা রিয়াদেরর ছক্কা।  শ্রীলঙ্কান কোচের মুখে হাত। উল্লাস টাইগার সমর্থকদের। স্নায়ু চাপে দাঁড়িয়ে কীভাবে ম্যাচ বের করতে হয় তা আরও একবার দেখিয়ে দিলেন রিয়াদ।  তার করা ১৩ বলে ১৬ রানের অপরাজিত ইনিংসটি নিশ্চিত করে বাংলাদেশের জয়।

৫১ বলে যখন দরকার ৩৪ রান, হাতে তখনো ৭ উইকেট।  এ ম্যাচে এমন পরিস্থিতে পড়তে হবে কে জানতো! সহজ ম্যাচ স্নায়ুর লড়াইয়ে যায়, আর সে স্নায়ু ধরে রাখেন মাহমুদউল্লাহ।

চাপের মুখে টেল এন্ডারদের নিয়ে মাহমুদউল্লাহর ম্যাচ বের করে নেওয়া ব্যাটিংয়ে মুগ্ধ হয়েছেন হার্শা ভোগলে। ভারতের এ ধারাভাষ্যকার বিস্ময় প্রকাশ করে বলেছেন, তাঁর বিশ্বাস হচ্ছে না, এমন একজনকে বাংলাদেশ বাদ দিতে চেয়েছিলো।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ভোগলে লিখেছেন,  ‘বিশ্বাসই হচ্ছে না, কিছুদিন আগেও এই মাহমুদউল্লাহকে বাদ দেওয়ার কথা ভাবছিল বাংলাদেশ।’

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন