ক্রিকেট

বিসিবি পরিচালক আলমগীর খান আলো আর নেই

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আলমগীর খান আলো মারা গেছেন। আজ (১৯ জুন), বুধবার সকালে রাজধানীর বনানীর এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বিসিবির দেওয়া এক বিজ্ঞপ্তিতে আলমগীর খানের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে।

ক্রীড়া সংগঠক হিসেবে আলমগীর খান আলোর বেশ সুনাম ছিল। তিনি ‘আলো ভাই’ নামে সুপরিচিত ছিলেন। বিসিবি পরিচালক হিসেবে দুই মেয়াদে দায়িত্ব পালন করেছেন তিনি।

বিসিবি তাদের বিজ্ঞপ্তিতে জানায়, 'অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে বিসিবি পরিচালক জনাব আলমগীর খান আলো আজ সকালে বনানীর এক হাসপাতালে মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলায়হি রাজিউন)। তার জানাজার নামাজ বারিধারা ডিওএইচএস মসজিদে বিকাল ৩টায় হবে। বরিশালে আগামীকাল তাকে দাফন করা হবে।'

আলমগীর খান বরিশাল জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিন ধরে অসুস্থতার সাথে লড়ে অবশেষে মৃত্যুকে আলিঙ্গন করলেন এই বর্ষীয়ান ক্রীড়া সংগঠক।

 

এম/এইচ

এ সম্পর্কিত আরও পড়ুন