আর্কাইভ থেকে বাংলাদেশ

রাতে মুখোমুখি হবে বাংলাদেশ- আফগানিস্তান

এশিয়া কাপের ঠিক আগে বাংলাদেশ টি-টোয়েন্টি দলকে প্রকাশ্যে বদলে দেয়ার জোর চেষ্টাই হলো। নতুন অধিনায়ক হলেন সাকিব আল হাসান, কোচ রাসেল ডমিঙ্গোকে সরিয়ে দেয়া হলো টি-টোয়েন্টির দায়িত্ব থেকে তার জায়গায় এলেন টেকনিক্যাল কনসাল্টেন্ট শ্রীধরন শ্রীরাম। আজ এশিয়া কাপের ম্যাচ দিয়ে সেই নতুন দিনের আনুষ্ঠানিক সূচনাই হতে যাচ্ছে।

আজ মঙ্গলবার (৩০ আগস্ট) রাত ৮ টায় শারজাহ আন্তর্জাতিক স্টেডিয়ামে সাকিবদের প্রতিপক্ষ যে আফগানিস্তান, যারা শ্রীলঙ্কাকে রীতিমতো গুঁড়িয়ে দিয়ে এশিয়া কাপের শুরুটা করেছে দুর্দান্তভাবে। যে ম্যাচ দিয়ে বাংলাদেশ তো বটেই, এশিয়া কাপের বাকি প্রতিপক্ষকেও বুঝি একটা বার্তা দিয়ে দিয়েছেন মোহাম্মদ নবীরা।

সাম্প্রতিক ফর্ম বাংলাদেশের পক্ষে কথা বলছে না মোটেও। শেষ পাঁচ টি-টোয়েন্টি ম্যাচে লাল সবুজের প্রতিনিধিরা জিতেছে মোটে একটি ম্যাচ। আছে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ হারের দুঃস্মৃতিও। ওদিকে আফগানিস্তান শেষ পাঁচ ম্যাচে জিতেছে তিনটিতে। মুখোমুখি লড়াইয়েও আফগানিস্তান এগিয়ে বেশ। নয় লড়াইয়ে আফগানিস্তান জিতেছে ৫ ম্যাচে, আর বাংলাদেশের জয় ৩টি, একটি ম্যাচ হয়েছে পরিত্যক্ত।

তবে সে সবই অবশ্য বাংলাদেশের পুরোনো দিনের কথা। সাকিব-শ্রীরামের হাত ধরে ‘নতুন’ বাংলাদেশ নিশ্চয়ই চাইবে সেসব প্রশ্নের উত্তর খুঁজে বের করতে। বাংলাদেশের বিপক্ষে জিতলেই সুপার ফোর শতবাগ নিশ্চিত হয়ে যাবে আফগানিস্থানের। আর বাংলাদেশ হারলে শঙ্কায় পরে যাবে পরের রাউন্ডের যাওয়ার স্পপ্ন।

কেএস 

এ সম্পর্কিত আরও পড়ুন