টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
সুপার এইটের ম্যাচে অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ভারত। ভারতের বিপক্ষে টসে জিতে ফিল্ডিং করতে নামবে বাংলাদেশ। বাংলাদেশ একাদশে এসেছে এক পরিবর্তন। তাসকিন আহমেদের জায়গায় ফিরেছেন জাকের আলী অনিক। অন্যদিকে সর্বশেষ ম্যাচের একাদশ নিয়েই নেমেছে ভারত।
নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ হেরেছে অস্ট্রেলিয়ার বিপক্ষে। অন্যদিকে আফগানিস্তানের বিপক্ষে জয় দিয়ে এই পর্ব শুরু করেছে ভারত। আজকের ম্যাচ দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের জন্য হয়ে দাঁড়িয়েছে টিকে থাকার লড়াই। আর ভারতের সামনে সেমিফাইনাল নিশ্চিত করার। এই ম্যাচের আবহাওয়া নিয়েও কিছুটা শঙ্কা আছে। অর্থাৎ ভারী বৃষ্টিতে ম্যাচ ক্ষতিগ্রস্থ হতে পারে।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, রিশাদ হোসেন, মেহেদী হাসান, জাকের আলী, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান।
ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), ভিরাট কোহলি, সূর্যকুমার যাদব, রিশাব পান্ট, শিভাম দুবে, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জাসপ্রীত বুমরাহ, অর্শদ্বীপ সিং।