ফাইনালে যাওয়ার লড়াইয়ে ভারত-ইংল্যান্ড
সেমিফাইনালে ভারত, নির্ধারিত সেই দ্বিতীয় সেমিফাইনাল খেলতেই আজ গায়ানার প্রভিডেন্সে মাঠে নামতে যাচ্ছে ভারত ও ইংল্যান্ড। মূলত সময়ের কারণেই এমন নির্ধারণ করে রাখা হয়েছে ভারতের স্লট। আজ (২৭ জুন) বাংলাদেশ সময় রাত সাড়ে ৮ টায় মুখোমুখি হবে দুই দল। যে ইংল্যান্ড ছিল অনেকটা অনিশ্চয়তার মধ্যে- সেই ইংল্যান্ড এখন সেমিতে চোখ রাঙাচ্ছে রোহিত শর্মাদের।
অ্যাডিলেড ওভালে গত আসরের কথা। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে ইংলিশরা। একেবারে পাত্তাই দেয়নি তারা ভারতকে। এবার ইংলিশদের হারানোর সুযোগ আছে উড়তে থাকা ভারতের সামনে। এখন পর্যন্ত চলতি বিশ্বকাপে অপরাজিত দল ভারত।
আজকের ম্যাচে সম্ভাবনা আছে বৃষ্টির। জানা যায় ম্যাচ চলাকালীন সময়ে ৮৭ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই ম্যাচের জন্য অতিরিক্ত ২৫০ মিনিট সময় বরাদ্দ রাখা আছে। শেষ পর্যন্ত যদি ম্যাচটি মাঠে না গড়ায়, তবে সুপার এইটে শীর্ষ থাকা দল ভারত নিশ্চিত করবে ফাইনাল। দ্বিতীয় সেমিফাইনাল ও ফাইনালের মাঝে কেবল একদিন বরাদ্দ হওয়ায়, ভ্রমণের দিন হিসেবে তা নির্ধারণ করে রাখা হয়েছে। ফলে দ্বিতীয় সেমির জন্য কোনো রিজার্ভ ডে রাখা হয়নি।
সুপার এইটে অস্ট্রেলিয়া, আফগানিস্তান, বাংলাদেশকে হারিয়েছে ভারত। অন্যদিকে ইংল্যান্ড জিতেছিল যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। আর পরাজিত হয় দক্ষিণ আফ্রিকার কাছে। যে দক্ষিণ আফ্রিকা ইতোমধ্যে আফগানদের হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে।
দক্ষিণ আফ্রিকার প্রতিপক্ষ হিসেবে ফাইনালে কোন দল লড়বে তা আজ রাতেই নির্ধারণ হয়ে যাবে।
এম/এইচ