আর্কাইভ থেকে বাংলাদেশ

দুটি মার্কিন সমুদ্র ড্রোন আটক করেছে ইরান

বায়ান্ন অনলাইন রিপোর্ট / বায়ান্ন ডট কম

 

ইরানের নৌবাহিনী আবার মানুষবিহীন দুটি মার্কিন সমুদ্র ড্রোন আটক করেছে। এবারের ঘটনাটি ঘটেছে লোহিত সাগরে। ইরানের নৌবাহিনী বলেছে, আন্তর্জাতিক জাহাজ চলাচলের রুট নির্বিঘ্ন রাখতে এবং যেকোনো ধরনের নৌ সংঘর্ষ এড়াতে মার্কিন সমুদ্র ড্রোনগুলো আটক করা হয়।

ইরানের নৌবাহিনী এক বিবৃতিতে বলেছে, এই বাহিনীর ‘জামারান’ ডেস্ট্রয়ার লোহিত সাগরে নিয়মিত টহল দেয়ার সময় আমেরিকার একাধিক ‘গোয়েন্দা ড্রোনের’ মুখোমুখি হয়। এ সময় সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে ইরানি ডেস্ট্রয়ার থেকে ওই মানুষবিহীন সমদ্র ড্রোন পরিচালনাকারী মার্কিন কর্তৃপক্ষকে তাদের ড্রোনের গতিপথ পরিবর্তন করার আহ্বান জানানো হয়।

এ অবস্থায় মার্কিন কর্তৃপক্ষের কোনো সাড়া না পেয়ে ইরান ওই দুই সমুদ্র ড্রোন আটক করে।

ইরানের নৌবাহিনী জানিয়েছে, এরপর নৌ রুট বিপদমুক্ত রাখার লক্ষ্যে ড্রোন দুটিকে একটি নিরাপদ এলাকায় ছেড়ে দেয়া হয়েছে। এরপর ইরানের ডেস্ট্রয়ার থেকে মার্কিন কর্তৃপক্ষকে সমুদ্র জাহাজ চলাচলের নিরাপত্তা রক্ষা করার বিষয়ে আরো বেশি মনযোগী হওয়ার আহ্বান জানানো হয়েছে।

পারস্য উপসাগর থেকে একটি মার্কিন মানুষবিহীন ড্রোন সংক্ষিপ্ত সময়ের জন্য আটক করার কয়েকদিনের মাথায় লোহিত সাগরে একই ঘটনার পুনরাবৃত্তি হলো।

এ সম্পর্কিত আরও পড়ুন