অটোরিকশায় চড়ে স্পিকারের সঙ্গে সাক্ষাতে গেলেন ইইউ দূত
ঢাকা এক্সপ্রেসওয়েতে কোটাবিরোধী আন্দোলনের প্রভাবে প্রাইভেটকার নিয়ে আটকা পড়েন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বিদায়ী রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি। এরপর উপায় না পেয়ে কিছু সময় হেঁটে সিএনজিচালিত অটোরিকশা ভাড়া করেন তিনি। এরপর স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করতে যান তিনি।
বুধবার (১০ জুলাই) স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেন বিদায়ী রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি।
রাষ্ট্রদূত হোয়াইটলি এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) এ সংক্রান্ত দুইটি পোস্ট করেছেন। স্পিকারের সঙ্গে সাক্ষাৎ শেষে একটি ভিডিও পোস্ট করে তিনি লিখেছেন, প্রতিবাদের (কোটা সংস্কার আন্দোলন) কারণে আমরা এক্সপ্রেসওয়েতে গাড়িটি ছেড়ে দিয়েছিলাম এবং সিএনজির (অটোরিকশা) মাধ্যমে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করেছি।
পোস্ট ওই ভিডিওতে দেখা যায়, রাষ্ট্রদূত এক্সপ্রেসওয়ের ওপর দিয়ে হেঁটে নিচে নামছেন। নিচে নেমে আসার পরে অটোরিকশায় চড়ে গন্তব্যের উদ্দেশে রওনা দিতে দেখা যায়।
এএম/