মাঝ আকাশে বিমান ক্রু'র সঙ্গে নারী যাত্রীর তুলকালাম, অতঃপর যা ঘটলো
মাঝ আকাশেই উড়োজাহাজের ভেতরে ঘটে গেলো এক তুলকালাম। উড়োজাহাজের এক ফ্লাইট অ্যাটেনডেন্টের উপর ক্ষুব্ধ হয়ে তুমুল ঝগড়া শুরু করেন এক নারী যাত্রী। শুধু ঝগড়ায় তার মনের ঝাল মিটছিলো না। প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে তাই ফ্লাইট অ্যাটেনডেন্টের ঘাড়ে অনবরত কামড় বসাতে থাকেন ওই নারী। কামড়ে ছিড়ে ফেলেন তার শার্ট। শুধু তাই নয়, অন্য যাত্রীদেরও ভয় দেখান ওই নারী যাত্রী। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ফ্লাইটের ক্যাপ্টেন উড়োজাহাজটিকে ফ্লোরিডার অরল্যান্ডো বিমানবন্দরে জরুরি অবতরণ করাতে বাধ্য হয়।
রীতিমতো চাঞ্চল্যকর এই ঘটনার জন্ম দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ইউনাইটেড এয়ারলাইন্সের একটি ফ্লাইট। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের মিয়ামি বিমানবন্দর থেকে নিউ জার্সির নিউয়র্ক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করছিলো ইউনাইটেড এয়ারলাইন্সের সেভেন সিক্স টু ফ্লাইটটি। তবে যাত্রা শুরু করার কিছুক্ষণের মধ্যেই অন্যান্য যাত্রীদের সঙ্গে অদ্ভুত আচরণ করতে থাকেন এক নারী যাত্রী।
ফ্লাইট অ্যাটেনডেন্টদের একজন ওই নারী যাত্রীকে থামাতে গেলে তার সঙ্গে তুমুল ঝগড়ায় লিপ্ত হন। এর পরই ওই ফ্লাইট অ্যাটেনডেন্টের ওপর মারমুখী হয়ে উঠেন ওই নারী যাত্রী। তাঁকে আটকাতে গেলে ওই ফ্লাইট অ্যাটেনডেন্টের ঘাড়ে কামড় বসিয়ে দেন। বেশ কয়েকটি কামড় বসান। গোটা পরিস্থিতি গুরুতর হয়ে উঠলে নিউ জার্সির পরিবর্তে বাধ্য হয়ে বিমানটি জরুরি অবতরণ করে অরল্যান্ডো বিমানবন্দরে। সেখানে ওই যাত্রীকে আটক করে বিমানবন্দর পুলিশ।
এদিকে বিমানের ভেতর ঘটা সেই ঘটনার ভিডিও প্রকাশ্যে এসেছে। যেখানে দেখা যাচ্ছে, ফ্লাইট অ্যাটেনডেন্টদের সঙ্গে তুমুল তর্ক করছেন ওই নারী যাত্রী। শুধু তাই নয়, তাঁদের মারতে তেড়ে যাচ্ছেন তিনি। এই অবস্থায় এক ফ্লাইট অ্যাটেনডেন্ট তাঁকে থামানোর চেষ্টা করলে তাঁর ঘাড়ে কামড় বসিয়ে দেন তিনি। এই ঘটনা দেখে শঙ্কিত হয়ে পড়েন বিমানের অন্য যাত্রীরা। এর পর মহিলাকে থামাতে তাঁর হাত বেঁধে দেওয়া হয়।
ওই অবস্থাতেই ফ্লাইট অ্যাটেনডেন্টদের উদ্দেশ্যে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে থাকেন মহিলা। পাশাপাশি ওই ভিডিওতেই দেখা যায় অরল্যান্ডো বিমানবন্দরে জরুরি অবতরণের পর মহিলাকে তুলে দেওয়া হয় সেখানকার পুলিশের হাতে।
অরল্যান্ডো পুলিশ বোলছে, মহিলাকে আটক করে তাঁর মেডিক্যাল পরীক্ষার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওই নারী যাত্রী কেন এমন আচরণ করছিলেন তা জানার চেষ্টা করছে পুলিশ। তবে বুধবার পর্যন্ত ওই মহিলাকে গ্রেপ্তার করা হয়নি বলেই জানা গিয়েছে। অন্যদিকে, এই সমস্যার জন্য অরল্যান্ডো বিমানবন্দর থেকে প্রায় সাড়ে তিন ঘণ্টা দেরিতে ছাড়ে বিমানটি।
এমআর//