আন্তর্জাতিক

সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল কেনিয়া, চলছে ব্যাপক সংঘর্ষ

কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটোর পদত্যাগের দাবিতে দেশটিতে শুরু হয়েছে ব্যাপক বিক্ষোভ। পুলিশের সাথে আন্দোলনকারীদের চলছে ব্যাপক সংঘর্ষ।

মঙ্গলবার ( ১৬ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা

কর বৃদ্ধির প্রতিবাদে শুরু হওয়া এই আন্দোলনে এখন পর্যন্ত অনেকে নিহত ও আহত হয়েছে। আন্দোলন বন্ধে সরকার কর বৃদ্ধির প্রস্তাবটি বাতিল করলেও, উইলিয়াম রুটোর সরকারের অব্যবস্থাপনা, দুর্নীতি ও বিক্ষোভকারীদের হত্যার প্রতিবাদে রাজপথে নেমেছে দেশটির সাধারোন জনগণ।

দেশটির প্রেসিডেন্ট উইলিয়াম রুটো এই ঘটনার জন্য যুক্তরাষ্ট্রভিত্তিক ফোর্ড ফাউন্ডেশনকে দায়ী করছে।

এনএস/

এ সম্পর্কিত আরও পড়ুন