জাতীয়

রাস্তা অবরোধ দাবি আদায়ের সঠিক পথ নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

রাস্তা অবরোধ করে দাবি আদায় সঠিক পন্থা নয়। এসব প্রত্যাহার করে আদালতে গিয়ে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের বক্তব্য দেওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরে সচিবালয়ে চলমান কোটা সংস্কার আন্দোলন নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী বলেন, শিক্ষার্থীরা যদি ভাঙচুর করেন, কারও পরামর্শে–নেতৃত্বে ধংসাত্মক কাজ করেন, তাহলে কাউকে ছাড় দেয়া হবে না। জনদুর্ভোগ সৃষ্টি করলে, রক্ত ঝরালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের কাজটি করবে। তাদের প্রতি তা–ই নির্দেশ দেয়া হয়েছে। যেখানেই ভাঙচুর হবে, রক্তপাত হবে,সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার দায়িত্ব পালন করবে।

এদিকে  সরকারি চাকরিতে কোটা বাতিলের এক দফা দাবিতে আজও উত্তাল ঢাকাসহ সারাদেশ। এ দিনও সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করছেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন