জাতীয়

শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ‘আজীবন নিষিদ্ধ’ জাফর ইকবাল

শিক্ষার্থীদের নিয়ে মন্তব্য করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাসে নিষিদ্ধ হলেন অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল। তিনি বিশ্ববিদ্যালয়টির সাবেক অধ্যাপক ছিলেন।

বুধবার (১৭ জুলাই) সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেন শিক্ষার্থীরা। পরে শাবিপ্রবিতে কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক আসাদুল্লাহ আল-গালিব এ তথ্য গণমাধ্যমে নিশ্চিত করেন। এর আগে সাধারণ শিক্ষার্থীদের নামে দেয়া ওই বিবৃতি আন্দোলনকারীদের ফেসবুক ও বিভিন্ন ফেসবুক গ্রুপে পোস্ট করা হয়।

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন নিয়ে গতকাল মঙ্গলবার একটি নিবন্ধ লেখেন মুহম্মদ জাফর ইকবাল। লেখার একটি ছোট অংশ ফেসবুকে ভাইরাল হয়। এ নিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দেয়। এরপরই মুহম্মদ জাফর ইকবালকে শাবিপ্রবিতে ‘আজীবন নিষিদ্ধ করা হলো’ উল্লেখ সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন শিক্ষার্থীরা।

উল্লেখ্য, লেখক মুহম্মদ জাফর ইকবাল শাবিপ্রবির অবসরপ্রাপ্ত অধ্যাপক। তার স্ত্রী ড. ইয়াসমিন হকও শাবিপ্রবির অবসরপ্রাপ্ত অধ্যাপক।

এএম/

এ সম্পর্কিত আরও পড়ুন